লালমনিরহাট বার্তা
পাটগ্রামে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার | ২৮ নভে, ২০২২, ২:০১ PM
পাটগ্রামে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচি শুরু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অতদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচি শুরু হয়েছে।আজ রোববর উক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।

এসময়  ইউএনও নাজমুল হক সুমন, পিআইও উত্তম কুমার নন্দী, বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাবিউল ইসলাম মিরন উপস্থিত ছিলেন। এ অর্থবছরে ৮টি ইউনিয়নে ১হাজার ৬শত৮১ জন শ্রমিক এর আওতায় কাজ করার সুযোগ পাচ্ছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালিত ইজিপিপি সরকারের অন্যতম সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যঅতক্রম।

এ কর্মসূচির মাধ্যমে দুঃস্থ পরিবারের কর্মক্ষম বেকার সদস্যরা স্বল্পমেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র নিরসন, দুর্যোগ ঝুঁকিহ্রাসে সক্ষমতা বাড়ানোসহ গ্রামীণ অবকাঠামো নির্মাণ, মেরামত, সংস্কার, রাস্তা, ড্রেন, বাজার পরিষ্কার ইত্যাদি কাজে ভূমিকা রাখছেন।

এই বিভাগের আরও খবর