লালমনিরহাট বার্তা
নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা ও আত্মকর্মসংস্থানের বিকল্প নাই -মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর
স্টাফ রিপোর্টার | ২২ অক্টো, ২০২২, ৮:২৫ AM
নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা ও আত্মকর্মসংস্থানের বিকল্প নাই -মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর

লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে ২১ অক্টোবর কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বানীনগরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোঃ আবু জাফর। মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আকতার বানু। প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা ও আত্মকর্মসংস্থানের বিকল্প নাই। তিনি আরও বলেন, বর্তমান সরকার নারী শিক্ষা বিস্তারে বেশকিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

মহিলা সমাবেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে মহিলাদের অবহিত করা হয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে মহিলাদের উদ্বুদ্ধ করা হয়। সমাবেশে বক্তাগণ আত্মকর্মসংস্থান সৃষ্টি, অপপ্রচার প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিষয়ে মহিলাদের করণীয় সম্পর্কেও অবহিত করেন। মহিলা সমাবেশে দুই শতাধিক মহিলা অংশগ্রহণ করেন

এই বিভাগের আরও খবর