লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে স্বেচ্ছায় রক্তদাতা ও সংগঠনের স্বারকলিপি
স্টাফ রিপোর্টারঃ | ২৭ জুল, ২০২২, ৯:৩৫ AM
লালমনিরহাটে স্বেচ্ছায় রক্তদাতা ও সংগঠনের স্বারকলিপি
জেলার হাসপাতাল ও ক্লিনিক সমূহে সমস্যা এবং স্বেচ্ছায় রক্তদাতা, স্বেচ্ছাসেবীদের হয়রানী বন্ধের দাবীতে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছায় রক্তদাতাদের সমন্বয়ে গঠিত “ভলান্টিয়ার’স কমিউনিটি অব লালমনিরহাট” ২৭ জুলাই সকালে সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়ের নিকট স্মারকলিপি প্রদান করেন। সমস্যা সমূহঃ রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের হয়রানি করা হয়, ক্লিনিক গুলোতে অদক্ষ প্যাথোলজিস্ট দিয়ে রক্ত নেয়া, পরীক্ষা ও সঞ্চালন করা, প্রতিষ্ঠান সমূহে রক্ত নেয়ার জন্য নির্দিষ্ট কোন কক্ষ না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্র রক্ত নেয়া হয়,স্বেচ্ছাসেবীদের রক্ত সিন্ডিকেটের মাধ্যমে রোগীদের নিকট বিক্রি করা হয়,স্বেচ্ছাসেবীদের রক্ত নেয়ার সময় যথাযথভাবে পরীক্ষা করা হয় না,রক্তদাতাদের নাম করে রোগীর অভিভাবকের থেকে বেশি টাকা আদায় করার অভিযোগ উঠেছে, রোগীর আত্মীয়দের চাপ দিয়ে রক্ত ক্রয়ে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে, ক্রোস মেচিং এর সময় রক্ত সঠিকভাবে পরীক্ষা না করে ভুল রির্পোট প্রদান করা হয়।
রক্তদাতাদের দাবি সমূহঃ প্রতিটি হাসপাতালে ও ক্লিনিকে অভিজ্ঞ ও দক্ষ প্যাথলজিস্ট এর মাধ্যমে রক্ত নেয়া,পরীক্ষা ও সঞ্চালন নিশ্চিত করতে হবে, রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের জন্য নির্দিষ্ট কক্ষে প্রয়োজনীয় সরঞ্জামাদী মজুদ রাখতে হবে,
হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে হবে,স্বেচ্ছায় রক্তদাতাদের সাথে ক্লিনিক সমূহের মালিক ও কর্মকর্তা-কর্মচারীদেরকে শোভনীয় আচরণ করতে হবে,সকল পরীক্ষার রির্পোট যথাযথভাবে প্রদান করতে হবে।
স্মারকলিপি প্রদানের সময় তারুণ্যের আলো যুবকল্যাণ সংস্থার সভাপতি ও ভলান্টিয়ার’স কমিউনিটি অব লালমনিরহাট এর সমন্বয়ক শহিদ ইসলাম সুজন, বøাড ডোনেশন অব লালমনিরহাট সভাপতি হামিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন সেবানীড়ের প্রতিনিধি খাইরুল ইসলাম, উষার আলো প্রতিনিধি জীবন রায়, ধ্রুবতারা ইয়্যুথ ডেভলোপমেন্ট ফাউন্ডেশন আব্দুল লতিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর