লালমনিরহাট বার্তা
মহান মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টরের সংগঠক সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন আহমেদের ৩০ তম মৃত্যু বার্ষিকী
স্টাফ রিপোর্টার | ২৮ আগ, ২০২১, ৯:৫৩ AM
মহান মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টরের সংগঠক সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন আহমেদের ৩০ তম মৃত্যু বার্ষিকী
মহান মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টরের সংগঠক সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন আহমেদের ৩০ তম মৃত্যু বার্ষিকী। ১৯৯১ সালের ২৮ আগষ্ট কালীগঞ্জের এই কীর্তিমান পুরষ ৬৮ বছর বয়সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিঁনি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি ও কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদের পিতা। ১৯২৩ সালের ১৯ মার্চ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৫৪ সালে ইউনিয়ন বোর্ডের সদস্য ও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনসেবায় আত্মনিয়োগে করেন। ১৯৭০ সালের পকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, ১৯৭৩ সালে জাতীয় সংসদ সদস্য, ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে করিম উদ্দিন আহমদ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টরের সংগঠক হিসেবে বাংলাদেশ ও ভারতে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের বিধ্বস্ত কালীগঞ্জ পুনর্গঠনে তিনি একক ও অগ্রণী ভূমিকা পালন করেন। শিক্ষার প্রতি মহান অনুরাগী এই মানুষটি জীবদ্দশায় অসংখ্য জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তুলেন। এর মধ্যে স্কুল, কলেজ, মাদরাসা, এতিমখানা,মসজিদ মন্দির। এছাড়া কুয়া, নলকুপ, পানি নিস্কাশনের ড্রেন। তিঁনি উপজেলার শীর্ষস্থানীয় অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করিম উদ্দিন পাবলিক কলেজ, করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা। সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ, কালীগঞ্জ করিম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়, করিম উদ্দিন একাডেমী, কাশীরাম নেছাবিয়া দাখিল মাদরাসা, করিমপুর এতিমখানা, মদনপুর বৈরাতীসহ অসংখ্য প্রতিষ্ঠান তাঁর মৃত্যু বার্ষিকীতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এই বিভাগের আরও খবর