লালমনিরহাট বার্তা
ইরাকি ভূখণ্ড ব্যবহার করে কারো জন্য হুমকি সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
অনলাইন বার্তা ডেস্ক | ২৮ আগ, ২০২১, ২:৫৭ PM
ইরাকি ভূখণ্ড ব্যবহার করে কারো জন্য হুমকি সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমি আবারও বলেছেন, ইরাকি ভূখণ্ড ব্যবহার করে কারো জন্য হুমকি সৃষ্টি করতে দেওয়া হবে না। খবর পার্স টুডে’র।

তিনি আরও বলেছেন, ইরাক সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। দুই দিনব্যাপী বাগদাদ সম্মেলনের প্রথম দিনে আজ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইরাক নানা সমস্যার সম্মুখীন। এরপরও নেতৃত্বের অবস্থানে ফিরে যাবে এই দেশ। এ বিষয়ে জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বাগদাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন,মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস সিসি, জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ, কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ ও কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ খালেদ আল আহমাদ আল সাবাহ অংশ নিচ্ছেন।

এছাড়া, ইরান, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে যোগ দিতে ইরাকে গেছেন। বাগদাদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতও উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠিয়েছে।
এই বিভাগের আরও খবর