প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট এর আয়োজনে জেলা প্রশাসন, পৌরসভা ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আজ ০১ অক্টোবর বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণের মধ্যে দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়।
দিবসটি পালন উপলক্ষ্যে পৌরসভা মিলনায়তনে প্রবীণ হিতৈষী সংঘের জেলা সভাপতি ইউনুস হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা মেয়র রেজাউল করিম স্বপন ও ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মন, জেলা সমাজ সেবা অফিসার সুকান্ত সরকার, সমাজ সেবা অফিসার এরশাদ আলী আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার এসএম শফিকুল ইসলাম, প্রাক্তন সিভিল সার্জন ডা. কাশেম আলী, সুপেন দত্ত, আলহাজ্ব গোরফান মিয়া, সরোজ কুমার রায় বকুল প্রমুখ। আন্তর্জাতিক প্রবীণ দিবসের উপর স্বরোচিত কবিতা পাঠ করেন সাধনা রায়। আলোচনা শেষে ২১টি এনজিও প্রতিনিধির মাঝে ২০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রবীণ হিতৈষী সংঘের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।