লালমনিরহাট বার্তা
প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও অনুপস্থিতির অভিযোগ, তদন্ত
স্টাফ রিপোর্টার | ৮ অক্টো, ২০২৩, ১২:৩৭ PM
প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও অনুপস্থিতির অভিযোগ, তদন্ত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান সোহেলের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও বিদ্যালয়ে অনুপস্থিতির অভিযোগ তদন্ত করা হয়েছে। রোববার (০৮ অক্টোবর) বিকেলে তদন্ত করেন জেলা শিক্ষা কর্মকর্তার নের্তৃত্বে গঠিত কমিটি।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান গত ০২ আগস্ট হতে বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন। পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে অনুপস্থিতি, বিদ্যালয়ের টাকা আত্মসাৎ, গুরুত্বপূর্ণ নথি গায়েব করার কারণ দর্শাতে বিদ্যালয়ের সভাপতি ও কুচিলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক স্বাক্ষরিত নোটিশ গত ৩১ আগস্ট ৭ দিনের সময় দিয়ে দেওয়া হয়। ৭ দিনের মাথায় গত ০৭ সেপ্টেম্বর প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান সভাপতির স্বাক্ষর জাল করে নিজেরসহ শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বিল বেতন উত্তোলন করেন। এসব বিষয়ে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল হক। অভিযোগ তদন্তে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারীর নের্তৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত টিম রোববার (০৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে সরেজমিন তদন্ত করেন। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, সদস্য, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন না।

এ ব্যাপারে পানবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান সোহেলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

বিদ্যালয়ের সভাপতি হামিদুল হক বলেন, ‘তিনি প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান ২০২৩ সালের টিউশন ফি’র সাড়ে ৩ লাখ টাকা ব্যাংকে না রেখে আত্মসাত করেছেন। দীর্ঘদিন হতে বিদ্যালয়ে অনুপস্থিত, গুরুত্বপূর্ণ নথি গায়েব ও আমার স্বাক্ষর জাল করেছেন। এসব বিষয়ে অভিযোগ দিয়েছি।’

জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী বলেন, ‘তদন্ত করা হয়েছে। রিপোর্ট প্রকাশ করা হবে। সময় লাগবে। অপরাধ হলে সাজা হবে।

এই বিভাগের আরও খবর