লালমনিরহাট বার্তা
লোগোর পাশের বিজ্ঞাপন
সেফ ইন্টারনেট আড্ডার কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার | ১০ ডিসে, ২০২২, ৯:৫২ AM
সেফ ইন্টারনেট আড্ডার কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে TikTok-এর সাথে অংশীদারিত্বে, JAAGO ফাউন্ডেশনের আয়োজনে গত ৮ডিসেম্বর "সাবধানে অনলাইন শিরোনামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালার মাধ্যমে তরুন, তরুনীরা অনলাইন ব্যবহারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারে , তারা জানতে কিভাবে খুব তাড়াতাড়ি নিজের পরিচিতি বৃদ্ধি করা যায়। যার মাধ্যমে তরুণ - তরুণীরা অনলাইনে সেভ ভাবে ব্যবহার করতে পারবে।

কর্মশালয় টিকটক ব্যবহারকারী ও সোস্যাল মিডিয়া ব্যবহাকারী ৪০ জন তরুন তরুনী অংশগ্রহন করেন।

উক্ত কর্মশালায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ভিবিডি - লালমনিরহাট এর জেলা বোর্ড মেম্বারেরা ও কমিটি মেম্বার, জেনারেল মেম্বার ও রেজিষ্ট্রেশন করা সকল তরুণ তরুণীরা উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর