লালমনিরহাট বার্তা
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ | ২৬ জুন, ২০২২, ৩:৫৩ PM
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আজ ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে শহরের মিশন মোড়ে মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আবু জাফর। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান। জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার পাওয়ার পয়েন্টের মাধ্যমে দিবসটির তাৎপর্য মাদকদ্রব্যর অপব্যবহার, লালমনিরহাট জেলার মাদক পাচার, আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী কার্যক্রম তুলে ধরেন।
আলোচনায় অংশ গ্রহণ করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল, লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু, পৌরসভা মেয়র রেজাউল করিম স্বপন, জেলা তথ্য অফিসার মামুন অর রশীদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন, সমাজসেবী ও কবি ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ।
বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান।
এই বিভাগের আরও খবর