লালমনিরহাট বার্তা
রংপুরে নব্দীগঞ্জে বাস-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ২০ জন আহত
রংপুর অফিসঃ | ৫ ফেব, ২০২২, ৫:৪৮ AM
রংপুরে নব্দীগঞ্জে বাস-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ২০ জন আহত
রংপুরের নব্দীগঞ্জে দুটি বাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৪ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ৭ টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
রংপুর বিভাগ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানান, সকালে কুড়িগ্রাম থেকে রাজশাহীগামী অনিন্দ্য পরিবহন ও কুড়িগ্রামগামী শ্যামলী পরিবহনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এসময় অপর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। এতে তিন পরিবহনের নারী সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানান।
এই বিভাগের আরও খবর