লালমনিরহাট বার্তা
স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ফোরটিন আপডেট আসা শুরু
ইত্তেফাক | ৮ অক্টো, ২০২৩, ৪:৪৭ AM
স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ফোরটিন আপডেট আসা শুরু

উপযুক্ত পিক্সেল স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ফোরটিন আপডেট আসা শুরু করেছে। চলতি নতুন আপডেটে এক্সেসিবিলিটি ও সিকিউরিটিতে বাড়তি মনোযোগ দেওয়া হয়েছে। বিশেষত ইউনিক জেনারেটিভ এআই ফিচার যেমন লাইভ ওয়ালপেপারের মতো ফিচার যুক্ত হয়েছে। গুগল ২০২৩ ইভেন্টে সম্প্রতি পিক্সেলের নতুন স্মার্টফোন পিক্সেল ৮ উন্মুক্ত হয়েছে। ওই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ রয়েছে। এছাড়া কিছু বাছাই পিক্সেল ফোনেও নতুন আপডেট দেওয়া হবে।

অ্যান্ড্রয়েড ফোরটিনের জন্য বাছাইকৃত ডিভাইস হলো: পিক্সেল ফোরএ, পিক্সেল ৫, পিক্সেল ৫এ, পিক্সেল ৬, পিক্সেল ৭ প্রো, পিক্সেল ৬এ, পিক্সেল ৭, পিক্সেল ৭এ, পিক্সেল সেভেন এবং পিক্সেল ফোল্ড।

এই বিভাগের আরও খবর