লালমনিরহাট বার্তা
পানি সম্পদ মন্ত্রণালয় সিনিয়র সচিব এর সাথে মত বিনিময়
বিশেষ প্রতিনিধিঃ | ২০ সেপ, ২০২২, ২:৫৩ PM
পানি সম্পদ মন্ত্রণালয় সিনিয়র সচিব এর সাথে মত বিনিময়

আজ ২০ সেপ্টেম্বর দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এর সাথে তাঁর দপ্তরে বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন সিনিয়র সহ-সভাপতি গেরিলা লিডার ড. এসএম শফিকুল ইসলাম কানু, সহ-সভাপতি ড. মহসিন আলী মন্ডল প্রিন্স, সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার হোসেন, যুগ্ন অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ মোহাম্মদ বাশিদুল ইসলাম  উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দের পক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, আগামীকাল ২১ সেপ্টেম্বর সকালে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট LD হলে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর আয়োজনে জলবায়ু সংকট মোকাবেলায় নদীর গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। উদ্বোধন করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বিশেষ প্রতিনিধি থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শাহ আজম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শেখ মনোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার সাদত।

এই বিভাগের আরও খবর