লালমনিরহাট বার্তা
তেল নিয়ে ব্যবসায়ীদের কারসাজি করতে দেয়া হবে না---রংপুরে বানিজ্য মন্ত্রী
রংপুর অফিসঃ | ১৩ মে, ২০২২, ১:১৭ PM
তেল নিয়ে  ব্যবসায়ীদের কারসাজি করতে দেয়া হবে না---রংপুরে বানিজ্য মন্ত্রী
বানিজ্য মন্ত্রী টিপুমুনশি বাজারে দ্রব্য মুল্যের উর্দ্ধগতি সম্পর্কে বলেন, কিছু দিনের মধ্যে সব কিছুর দাম কমে আসবে। তেল নিয়ে ব্যবসায়ীদের কারসাজি করতে দেয়া হবে না। আমরা কঠোর ভাবে বাজার মনিটরিং করছি। শুক্রবার (১৩ মে) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের একথা বলেছেন। দীর্ঘ ৯ বছর পর রংপুর জেলার পীরগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পীরগাছা ও কাউনিয়া আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি।সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ,সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু,সহ -সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক নাফিঊল করিম নাফা, আরিফুর রহমান টিটু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রণজিৎ ঘোষ তাপস, যুগ্ন সাধারণ সম্পাদক মনির হোসেন।
বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সৎ ও সততা নিয়ে আগামী দিনে পথ চলতে হবে। ন¤্র-ভদ্র নেতাকর্মীরা দলের জন্য এগিয়ে আসুন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন শক্তিশালী করতে হবে। আগামী দিনের নেতৃত্বে প্রমানিত হবে আসল নেতার পরিচয়। মন্ত্রী দ্রব্য মুল্যের উর্দ্ধগতি সম্পর্কে বলেন, কিছু দিনের মধ্যে সব কিছুর দাম কমে আসবে। তেল নিয়ে ব্যবসায়ীদের কারসাজি করতে দেয়া হবে না। আমরা কঠোর ভাবে বাজার মনিটরিং করছি।
সম্মেলনে জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি ও মোঃ সুমন ওয়াহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।নতুন সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এর আগে উপজেলা ইউপি সদস্য ফোরামের সভাপতি ছিলেন।আর সাধারণ সম্পাদক সুমন ওয়াহিদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান।
এই বিভাগের আরও খবর