লালমনিরহাট বার্তা
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে জুম আলোচনা
স্টাফ রিপোর্টারঃ | ৬ অক্টো, ২০২১, ১১:৫১ AM
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে জুম আলোচনা
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে ৬ অক্টোবরে সকালে জুম সফটওয়ারের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। সভাপতিত্ব ও অনুষ্ঠান সঞ্চালন করেন স্থানীয় সরকরী বিভাগের উপ- পরিচালক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। আলোচনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক গেরিলা লিডার ড. এস.এ.ম শফিকুল ইসলাম কানু জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ইসলামী ফাউন্ডেশনের .উপ- পরিচালক রাজিউর রহমান, জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তুহীনুর রহমান, মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, ব্র্যাক ডিস্ট্রীক. .কো- অডিনেটর আশরাফুল আলম আর ডি আর এস প্রতিনিধি মোহাম্মদ ফজলে রাব্বী, কবি ও সমাজ সেবী ফেরদৌসী বেগম বিউটি, মদাতী ইউপি সচিব সাহেদুল ইসলাম, কুলাঘাট ইউনিয়ন উদ্যাক্তা সায়ান সৈকত প্রমূখ।
জেলা প্রশাসক বলেন, শিশু জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন খুবেই গুরুত্বপূর্ন । সরকার জন্ম নিবন্ধনে নতুন নির্দেশনা প্রদান করেছে তা যথা যথ ভাবে মানতে হবে। ৪৫ দিনের মধ্যে বিনা মৃল্যে জন্ম নিবন্ধন করা যাবে।
এই বিভাগের আরও খবর