লালমনিরহাট বার্তা
যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে কিশোর কিশোরী গ্রুপ গঠন
স্টাফ রিপোর্টার | ১৩ এপ্রি, ২০২৩, ৫:২৩ AM
যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে কিশোর কিশোরী গ্রুপ গঠন

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেল্প) কর্মসূচির উদ্যোগে পরিচালিত রাইট হিয়ার রাইট নাউ-২ (আরএইচআরএন-২) প্রকল্পের আওতায় লালমনিরহাটে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে ৩০ সদস্য বিশিষ্ট ৬ নং গ্রুপ গঠন করা হয়েছে।

এ উপলক্ষে ১২ এপ্রিল সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে গঠিত কিশোর কিশোরী গ্রুপ এর করণীয় সম্পর্কে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্পের এরিয়া কো অর্ডিনেটর মাধুরী সূত্রধর। প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য বিষয়ে আলোচনা করেন আরএইচআরএন-২ এর ডিওয়াইএম দিপাঙ্কর রায়, যুব নেতৃত্বের গুণাবলী,যুবদের দক্ষতা উন্নয়নে করনীয় বিষয়ে আলোচন্ করেন তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার সভাপতি ও এলামনাই গ্রুপ লিডার শহিদ ইসলাম সুজন, আরএইচআরএন প্রকল্পের গুরুত্ব নিয়ে আলোচনা করেন ১ নং গ্রুপ লিডার শিব সুন্দর বর্মন।

এতে অতিথি ছিলেন ইউপি সদস্য মিজানুর রহমান,খুনিয়াগাছ দাখিল মাদরাসার শারিরীক শিক্ষা শিক্ষক মাসুম মিয়া, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

এই বিভাগের আরও খবর