লালমনিরহাট বার্তা
গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ | ৯ সেপ, ২০২১, ৩:১৫ PM
গর্ভবতী  মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন
রোটারী ক্লাব অব লালমনিরহাট সেন্ট্রাল এর উদ্যোগে ও বগুড়া ক্লিনিক এন্ড নাসিং হোম এর সার্বিক সহযোগিতায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব অব লালমনিরহাট সেন্ট্রাল এর সেভ দ্যা মাদার হুড ও মাই হাট এর আয়োজনে ফ্রি আলটাসনোগ্রাফি এন্ড কলসানটেন্ট ফর আন্ডার প্রিভিলাইজ প্রেগনেন্ট মাদার প্রকল্পের আওতায় প্রতি বুধবার সকাল ১১ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনা মূল্যে সেবা প্রদান করা হচ্ছে।
আজ ৯ সেপ্টেম্বর সকালে বগুড়া ক্লিনিক এন্ড নাসিং হোমে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন গেরিলা লিডার রোটারিয়ান ড. এস এম শফিকুল ইসলাম কানু। এ সময় রোটারী ক্লাব অব লালমনিরহাট সেন্ট্রাল এর প্রেসিডেন্ট ডাঃ আমিনুর রহমান মিলন, ভাইস-প্রেসিডেন্ট তৌফিকুল ইসলাম, প্রজেক্ট ডাইরেক্টর আদু মোল্লাহসহ অন্যান্য রোটারিয়ান বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে সদর উপজেলার ৩৬ জন গর্ভবতী মাকে সেবা প্রদান করা হয়।
এই বিভাগের আরও খবর