লালমনিরহাট বার্তা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু : মোট ১ হাজার ৪১৭ মৃত্যু হয়েছে
বার্তা অনলাইন ডেস্ক | ৬ নভে, ২০২৩, ৩:১৭ PM
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু : মোট ১ হাজার ৪১৭ মৃত্যু হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৪১৭ জন মারা গেলেন।

সোমবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৯৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৬৭ জন ঢাকার এবং ১ লাখ ৮০ হাজার ১৩১ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ৬৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর (২৮১ জন) রেকর্ড হয়েছিল। এ ছাড়া ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের। (সুত্র:ইত্তেফাক)

এই বিভাগের আরও খবর