লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে ধরিত্রীর বিপন্নতা ও মানুষের দায় শীষর্ক আলোচনা
স্টাফ রিপোর্টার | ১৯ জুন, ২০২৪, ৩:০২ PM
লালমনিরহাটে ধরিত্রীর বিপন্নতা  ও মানুষের দায় শীষর্ক আলোচনা

মাটি-পানি-বায়ুদূষণ, উষ্ণতাবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, প্রাণ-প্রকৃতি ধ্বংস এবং দখলীকৃত পুঁজির বাস্তবতায় এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ ১৯ মে শহরের মৃধাবাড়ি ভোকেশনাল মোড়ের কল্পকথায় ধরিত্রীর বিপন্নতা ও মানুষের দায়" শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়।বিষয়ের উপর বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, পরিবেশ আন্দোলনের বিশিষ্ট সংগঠক গেরিলা লিডার  ড. শফিকুল ইসলাম কানু, বিশিষ্ট লেখক ও সংগঠক নাহিদ হাসান নলেজ, নদী ও বাঁধ বিষয় নিয়ে তরুণ গবেষক আলমগীর সুজন।অনুষ্ঠানটির মূল পরিকল্পনা, সমন্বয় ও পরিচালনা করেন মনদুয়ারের প্রকাশক ও রাজনৈতিক কর্মী দীপক রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  সিপিবির রংপুর বিভাগীয়  সমন্বয়ক কমরেড রফিকুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক সাদিক ইসলাম,  অ্যডভোকেট চিত্ত রঞ্জন রায়, সাংবাদিক আব্দুর রব সুজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম আহমেদ, আজিজুল হক বাবু  মোল্লা, প্রদীপ রায়, পিকে বিক্রম, সাংবাদিক  রঞ্জন কুমার দেব, গল্পকথার রিয়াজুল হক সরকার, মুনিম হোসেন প্রতীক ও জাগো’র কাব্য রাসেল প্রমুখ।অনুষ্ঠানে বক্তাগণ নদী, প্রকৃতি,  পরিবেশ, প্রতিবেশ,  মানুষের ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে বিশদ আলোচনা করেন।

এই বিভাগের আরও খবর