লালমনিরহাট বার্তা
আগামী বিশ্বকাপেও ফ্রান্সের দায়িত্বে দিদিয়ের দেশম
বার্তা অনলাইন ডেস্কঃ | ৮ জানু, ২০২৩, ৮:৫৭ AM
আগামী বিশ্বকাপেও ফ্রান্সের দায়িত্বে দিদিয়ের দেশম

কাতার বিশ্বকাপের আগ থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল ফ্রান্সের মেইন কোচের দায়িত্বে আসতে চলছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক জিনেদিন জিদান। তবে তা আর হচ্ছে না, কারণ আগামী বিশ্বকাপেও ফ্রান্স দলের দায়িত্বে থাকছেন দিদিয়ের দেশম। গতকাল দেশম তার চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন মাস পর্যন্ত বাড়িয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। এ সময় ফরাসি ফুটবল ফেডারেশন আরো জানিয়েছে, দেশমের সহকারী কোচ গাই স্টিফেন, গোলকিপিং কোচ ফ্রাঙ্ক রাভিওট এবং ফিজিক্যাল ট্রেনার সিরিল মইনও জাতীয় দলের সঙ্গে তাদের কাজ চালিয়ে যাবেন। এর আগে ২০১২ সালের ৯ জুন ফ্রান্স দলের দায়িত্ব নেয় দেশম। এরপর প্রায় ১০ বছর ধরে ফ্রান্সের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তার অধীনে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ফরাসিরা। এরপর ২০২২ বিশ্বকাপের রানার্স-আপ হয় তারা। এছাড়া তার অধীনেই স্পেনকে হারিয়ে ২০২১ উয়েফা ন্যাশন্স লিগের শিরোপাও জিতেছিল ফ্রান্স।

দেশমের অধীনে ১৩৯ ম্যাচ খেলে রেকর্ড ৮৯ ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স, ড্র ২৮টিতে এবং হার ২২ ম্যাচে। এ সময়ে ২৭৯ গোল করার পাশাপাশি ১১৯ গোল হজম করে তারা। বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ে ফ্রান্স তৃতীয় স্থানে রয়েছে, এক নম্বরে ব্রাজিল এবং দ্বিতীয়তে রয়েছে আর্জেন্টিনা। (সূত্রঃ ইত্তেফাক)

এই বিভাগের আরও খবর