লালমনিরহাট বার্তা
পাটগ্রাম বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
স্টাফ রিপোর্টার | ২৮ নভে, ২০২২, ১১:২৩ AM
পাটগ্রাম বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

লালমনিরহাটের পাটগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বাছাইকৃত কৃষকদের মধ্যে বিনামূল্যে গম, সরিষা ও পেঁয়াজ বীজসহ সার বিতরণ শুরু করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার এক পৌরসভা ও আট ইউনিয়নের কৃষকদেরকে চলতি রবি মৌসুমে এসব বিতরণ করা হচ্ছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে স্থানীয় উপজেলা পরিষদের শহীদ আফজাল হোসেন মিলনায়তনে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। জেলা প্রশাসক আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণের আনুষ্টানিক উদ্বোধন করেন।

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফ্ফার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়।

কৃষি কার্যালয় জানায়, চলতি রবি মৌসুমে ৪০ জন কৃষক প্রতি এক কেজি পেঁয়াজ, দুই হাজার ২২০ জন কৃষককে সরিষা ও ৮৮০ জন কৃষককে গম বীজসহ ডিএপি সার দশ কেজি ও এমওপি সার দশ কেজি সার পর্যাক্রমে বিতরণ চলমান।

এই বিভাগের আরও খবর