লালমনিরহাট বার্তা
চিকিৎসার জন্য ইংল্যান্ড গেলেন তাসকিন
বার্তা অনলাইন ডেস্কঃ | ৭ মে, ২০২২, ৬:১১ AM
চিকিৎসার জন্য ইংল্যান্ড গেলেন তাসকিন
কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট খেলেই দেশে ফিরতে হয়েছিল তাসকিন আহমেদকে। চোট পুরোপুরি সেরে না উঠায় শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজেও খেলা হবে না ডানহাতি এ ফাস্ট বোলারের। তবে তাকে সঠিক চিকিৎসায় দ্রুত সারিয়ে তুলতে সম্ভাব্য সবই করতে চায় বিসিবি।
যার অংশ হিসেবেই গতকাল (৬ মে) চিকিৎসার জন্য ইংল্যান্ডে গিয়েছেন তাসকিন। গতকাল সকালে লন্ডনের উদ্দেশে বিমানে চড়েছেন তিনি। যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাকে প্রার্থনায় রাখুন।’
লন্ডনে তাসকিনের অপেক্ষায় আছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আগামী ১০ মে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হবে তরুণ এই ক্রিকেটারকে। ঈদের আগে এক সাক্ষাৎকারে তাসকিন বলেছিলেন, অস্ত্রোপচার হয়তো লাগবে না। তবে ইনজেকশন দেওয়া লাগতে পারে তার।
অবশ্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। শ্রীলঙ্কার পর বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। জুনে ক্যারিবিয়ানে তাসকিনকে পূর্ণ ফিট পেতেই বিসিবির এত চেষ্টা। ঈদের আগে কন্যাসন্তানের বাবা হয়েছেন তাসকিন। তাসফিন-তাইবাকে নিয়ে ডানহাতি এই পেসারের পরিবার এখন পরিপূর্ণ।(সূত্র: ইত্তেফাক)
এই বিভাগের আরও খবর