দৈনিক সংবাদ পত্রিকার পাটগ্রাম প্রতিনিধি প্রতিবাদী সাংবাদিক সামিউল ইসলাম সানি (৪২) গত ৭ মে শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি......রাজিউন)। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী, এক কন্যা, এক পুত্র, আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। ৮ মে বাদ যোহর পাটগ্রাম হেলিপ্যাড মাঠে প্রথম ও বাদ আসর পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী গ্রামের ঘাটিয়ার ভিটায় দ্বিতীয় জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বার্তা পত্রিকার সম্পাদকের শোক প্রতিবাদী সাংবাদিক সামিউল ইসলাম সানির মৃত্যুতে লালমনিরহাট বার্তা পত্রিকা ও লালমনি বার্তা অনলাইনের সম্পাদক গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু এক বিবৃতিতে শোক প্রকাশ শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাম পূর্বক বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।