লালমনিরহাট বার্তা
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রুবেল
বার্তা অনলাইন ডেস্কঃ | ১৯ সেপ, ২০২২, ৬:৩৯ AM
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রুবেল

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন। রুবেল নিজেই এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা এই পেসার শুধু আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট নয়, খেলবেন না ঘরোয়া লিগের চারদিনের ক্রিকেটও। টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও চালিয়ে যাবেন ওয়ানডে ও টি-২০ ক্রিকেট।

মূলত ফিটনেস ও ইনজুরির কথা চিন্তা করেই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই পেসার। ২০০৯ সালে একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় রুবেলের। এরপর ২০০৯ সালের জুলাই মাসে টেস্ট অভিষেক হয়। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২০ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে।

তিনি সাদা পোষাকে মোট ২৭ টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৩৬ টি। রুবেল হোসেন বাংলাদেশ দলের এক সময় নিয়মিত ছিলেন। তবে বর্তমানে দীর্ঘ দিন ধরে আছেন জাতীয় দলের বাইরে। তিনি সর্বশেষ গত বছরের নিউজিল্যান্ড সফরে ছিলেন দলের সঙ্গে। তবে এখনও জাতীয় দলে ফিরতে মরিয়া তিনি। আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান রুবেল।(সূত্রঃ ইত্তেফাক)

এই বিভাগের আরও খবর