সড়ক দূর্ঘটনায় নিহত লালমনিরহাট জেলা রিপোর্টার ইউনিট এর সভাপতি সাংবাদিক ইউনুস আলীর পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ১লাখ টাকা প্রদান করেছেন সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। শনিবার বিকালে তিনি লালমনিরহাট সার্কিট হাউস মিলনায়তনে নিহত সাংবাদিকের স্ত্রীর হাতে ওই অর্থ সহায়তা তুলে দেন। এসময় নিহত সাংবাদিকের দুই ছেলে উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে মন্ত্রী লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জেলা কমিটির মাসিক সমন্বয় সভায় যোগ দেন। এসময় বক্তব্যে মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামি নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। তিনি আওয়ামী লীগের দলীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, জেলা কমিটির সাধারন সম্পাদক, এড মতিয়ার রহমান, সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, প্রাক্তন সংসদ সদস্য এড সফুরা বেগম রুমীসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য সদস্যবৃন্দ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায়, বিএনপি নেতা মো আসাদুল হাবিব দুলু কর্তৃক জাতীর জনক বঙ্গবন্ধুকে নিয়ে সম্প্রতি কটুক্তির তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করা হয়। এ ছাড়া, এহেন কটুক্তির প্রতিবাদে জেলার সকল ইউনিয়নে প্রতিবাদ মিছিল এবং চলতি মাসের ২৬ তারিখে জেলা সদরে এক প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।