লালমনিরহাট বার্তা
সাভারে বিএনসিসির প্রশিক্ষণ একাডেমীতে সমাপনী ও কুচকাওয়াজ
বার্তা অনলাইন ডেস্ক | ৩ মার্চ, ২০২৩, ৮:১৩ AM
সাভারে বিএনসিসির প্রশিক্ষণ একাডেমীতে সমাপনী ও কুচকাওয়াজ

প্রতি বছরের ন্যায় এ বছরও বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং ২০২২-২৩ সাভারের বাইপাইলে অবস্থিত বিএনসিসি একাডেমীতে অনুষ্ঠিত হয়। গত ২০ ফেব্রুয়ারি হতে শুরু হওয়া এই প্রশিক্ষণে সেনা, নৌ ও বিমান শাখার সর্বমোট ৬০০ জন্য ক্যাডেট অংশগ্রহণ করে। উক্ত ক্যাম্পিং এ বিএনসিসি ক্যাডেটদের ড্রিল, অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন সামরিক ও অসামরিক বিষয়াবলীর উপরে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সেন্ট্রাল ক্যাম্পিং ২০২৩ এ অংশগ্রহণকারী ক্যাডেটদের উজ্জ্বীবিত করার লক্ষ্যে গত ২ মার্চ সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ক্যাম্পের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথির সম্মানে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লের আয়োজন করা হয়।

উক্ত সমাপনী দিবসে আরও উপস্থিত ছিলেন বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি। এছাড়াও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।(সূত্রঃ আইএসপিআর)

এই বিভাগের আরও খবর