চেকের মামলায় গত ২৩মে,২৪ লালমনিরহাট সাব-জজ আদালত ১ এর বিচারক বিবাদী দুলাল হোসেন,পিতা আব্দুস সামাদ,নিউ জুম্মাপাড়া,থানা- কোতোয়ালি, রংপুর এর অনুপস্থিতিতে ১ বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করা হয়। সি আর মামলা নাম্বার ১৭২/২৩,সেশন মামলা ৯৪৪/২৩।বিবাদী দুলাল হোসেন বাদী মনওয়ারুল ইসলামকে ১৭ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করে। পরবর্তীতে তারিখ মোতাবেক পূবালী ব্যাংকে চেক প্রদান করা হলে ব্যাংক কর্তৃপক্ষ চেক ডিজওনার করে। বাদী আদালতে মামলা দায়ের করেন। টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করায় আদালত তাকে জামিন দেয়। মামলা চলাকালে সে আবারও টাকা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে। কিন্তু টাকা না দিয়ে বাদী মামলার আরগুমেন্ট ও রায়ের দিন অনুপস্থিত থাকে।সংশ্লিষ্ট আদালত গত ২ জুন গ্রেফতারি পরোয়ানা জারি করে। রংপুর কোতোয়ালি থানা গত তিন মাসেও আসামীকে গ্রেফতার করতে পারেনি।