লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
লালমনিরহাট প্রতিনিধি : | ২৮ এপ্রি, ২০২২, ৯:৫৮ AM
লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই শ্লোগান ধারণ করে জেলা লিগ্যাল এইড কমিটি, লালমনিরহাট এর আয়োজনে ২৮ এপ্রিল র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান। অতিথিবৃন্দের মধ্যে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক (জেলা ও দায়রা জজ) তারিক মোর্শেদ সিদ্দিকী, জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) আহসান হাবিব, সিভিল সার্জন ডা: নির্মলেন্দু রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌরসভা মেয়র রেজাউল করিম স্বপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফ হোসেন বাদল, সরকারী কৌসুলি এ্যাড. নুরুল ইসলাম আলম, পাবরিক প্রসিকিউটর (পি পি) আকমল হোসেন।
এতে জেলা জজ আদালতের বিচারকবৃন্দ, আইনজীবীবৃন্দ ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর