লালমনিরহাট বার্তা
ঢাকায় যাত্রাবিরতি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী গ্যাং
বার্তা অনলাইন ডেস্কঃ | ১০ জানু, ২০২৩, ৪:৫১ AM
ঢাকায় যাত্রাবিরতি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী গ্যাং

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘণ্টার জন্য যাত্রাবিরতি করেছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং। সোমবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে দুই পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়ের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বৈঠকে বসেন তারা। চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য ঢাকার বিমানবন্দরে নেমেছে।

কূটনৈতিক সংশ্লিষ্টরা জানান, যাত্রাবিরতি হলেও প্রথমবারের মতো ঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে, সংক্ষিপ্ত সময়ে উভয়পক্ষ দ্বিপাক্ষিকসহ বহুপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে।

ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচ দেশ সফরে যাচ্ছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী। সেই সফরে যাত্রাবিরতি করতে ঢাকায় সংক্ষিপ্ত সফর সেরে ফেলছেন গ্যাং।

সবশেষ গত বছরের আগস্টে ঢাকা সফর করেছিলেন চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। (সূত্রঃ ইত্তেফাক)

এই বিভাগের আরও খবর