লালমনিরহাট বার্তা
জেলা তথ্য অফিসের শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত
বার্তা ডেস্কঃ | ২৯ সেপ, ২০২১, ১:১৯ PM
জেলা তথ্য অফিসের শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার ২৯ সেপ্টেম্বর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী” শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।
জেলা তথ্য অফিসার মামুন অর রশিদের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দীপংকর রায়, মেডিকেল অফিসার ডা.জুবায়ের ফেরদৌস এবং গেরিলা লিডার বীরমুক্তিযোদ্ধা ডা.এস.এম.শফিকুল ইসলাম কানু। দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ইমাম, পুরোহিত, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় করোনাকালে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, গর্ভবতী মায়েরপ রিচর্যা, শিশুর যথাযথ বিকাশ, বাল্য বিবাহের কুফল প্রভৃতি বিষয়ে আলোচনা করাহয়।
এই বিভাগের আরও খবর