লালমনিরহাট বার্তা
বিজিবি ক্যাম্পের নাম পরিবর্তন ও অধিগ্রহণকৃত জমির প্রকৃত মূল্য প্রদানের দাবীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ | ১৭ অক্টো, ২০২১, ১:৩৯ PM
বিজিবি ক্যাম্পের নাম পরিবর্তন ও অধিগ্রহণকৃত জমির প্রকৃত মূল্য প্রদানের দাবীতে মানববন্ধন
জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারুডুবি মৌজার ৯নং ওয়ার্ডের বড়বাড়ী এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ক্যাম্প স্থাপনের জন্য এক একর জমি অধিগ্রহণ করা হয়। কিছুটা আইনী জটিলতার দরুণ জমির মালিকেরা ক্ষতিপূরণের অর্থ পায়নি। মালিকদের দাবী, বর্তমান বাজার মূল্যের চেয়ে তাদের জমির মূল্য ৪ ভাগের একভাগ নির্ধারণ করা হয়েছে। অধিগ্রহণকৃত মৌজার নাম বড়বাড়ী হলেও বিকৃত, কুরুচীপূর্ণ, কাল্পনিক ও অবাস্তব ”মুচিয়া ধুরা” বিজিবি ক্যাম্প নাম দেয়া হয়েছে। এতে এলাকাবাসী বিক্ষুব্ধ ও অসন্তোষ প্রকাশ করেছে।
এই ঘটনার প্রতিবাদে ১৭ অক্টোবর সকালে হাতীবান্ধা উপজেলার প্রধান সড়কে এলাকাবসীর উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বড়বাড়ী এলাকার কমরেড শওকত হোসেন আহমেদ, আইয়ুব আহমেদ, নার্গিস বেগম, এরশাদ হোসেন, মুহাম্মদ আসিফ প্রমূখ।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এই বিভাগের আরও খবর