লালমনিরহাট বার্তা
মোল্লা বারাদারের নেতৃত্বে গঠন হচ্ছে নতুন আফগান সরকার
অনলাইন বার্তা ডেস্ক | ৩ সেপ, ২০২১, ১:৪৮ PM
মোল্লা  বারাদারের নেতৃত্বে গঠন   হচ্ছে নতুন আফগান সরকার
নতুন আফগান সরকারের নেতৃত্বে থাকছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার। খুব দ্রুতই দেশটিতে নতুন মন্ত্রীপরিষদ ঘোষণা করা হবে।

আজ শুক্রবার তালেবানের কয়েকটি সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান বারাদারের সঙ্গে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই।

পরিচয় গোপন রাখার শর্তে তালেবানের এক সদস্য রয়টার্সকে বলেন, শীর্ষ নেতারা ইতোমধ্যেই কাবুলে পৌঁছেছেন। সেখানে নতুন সরকার ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আরেকটি সূত্রে জানা গেছে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ধর্মীয় বিষয় এবং ইসলামের আলোকে শাসন পরিচালনায় বিষয় দেখাশোনার দায়িত্ব পেতে পারেন।
এই বিভাগের আরও খবর