লালমনিরহাট বার্তা
পাটগ্রামে জাতীয় শোক দিবস পালন
স্টাফ রিপোর্টারঃ | ১৬ আগ, ২০২২, ১:১৩ PM
পাটগ্রামে জাতীয় শোক দিবস পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে প্রেসক্লাব পাটগ্রামের সদস্যরা। শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙলবার (১৬ আগস্ট) লালমনিরহাটের পাটগ্রাম প্রেসক্লাব কার্যালয়ে আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সিরাজুল হক বসুনিয়া। সভায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। এতে বক্তব্য দেন-প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, সদস্য আবু আলম মিয়া, জুনায়েত হাসান রাকিব, হাসান জুয়েল, রমজান আলী, মামুন হোসেন সরকার, সাফিউল ইসলাম সাফি ও আজিনুর রহমান আজিম প্রমুখ। শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা শেষে প্রেসক্লাবের সদস্যরা গত ১২ আগস্ট লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সাঁকোরপাড় দিনাদুলি গ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে অতর্কিত ও বর্বরোচিতভাবে হামলায় আহত হয় যমুনা টিভি ও আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, এখন টিভির প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল, প্রথম আলোর আবদুর রব সুজন ও যমুনা টিভির ক্যামেরাপার্সন আহসান সাকিব হাসান। এ ঘটনার মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাংবাদিকদের ওপর হামলার বিচার, পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রেরণ করেন প্রেসক্লাব পাটগ্রামের সদস্যরা।

এই বিভাগের আরও খবর