লালমনিরহাট বার্তা
ভয়াবহ গাড়ি দুর্ঘটনা আহত ঋষভ পন্থ
বার্তা অনলাইন ডেস্কঃ | ৩০ ডিসে, ২০২২, ৬:১৬ AM
ভয়াবহ গাড়ি দুর্ঘটনা আহত ঋষভ পন্থ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। বাংলাদেশ সফর শেষ করে দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে মারাত্নক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পন্থ। নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন পন্থ। এমন সময় উত্তরখন্ডের রুরকির কাছে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পান্তের কপালে ও পায়ে আঘাত লেগেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার দেহাত স্বপ্না কিশোর সিং। সাকশাম হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার সুশীল নাগর জানান, বর্তমানে পান্তের অবস্থা স্থিতিশীল। তাকে ম্যাক্স দেরাদুনের হাসপাতালে পাঠানো হয়েছে। ভোর সাড়ে ৫টার দিকে দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। কিভাবে দুর্ঘটনা ঘটল, গাড়িতে কিভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। (সূত্রঃ ইত্তেফাক)

এই বিভাগের আরও খবর