লালমনিরহাট বার্তা
তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপরে, পানিবন্দি ৭হাজার পরিবার
স্টাফ রিপোর্টারঃ | ২ আগ, ২০২২, ১২:৩৩ PM
তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপরে, পানিবন্দি ৭হাজার পরিবার
উজানের পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তার পানি কমলেও পানিবন্দি হয়ে পড়েছে ৭হাজার ৭ শ পরিবার।
গত কয়েকদিনের ঘন বৃষ্টিপাত ও ভারতের গজলডোবা ব্যারাজে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে পানি বেড়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকাল ৩টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান,গড্ডিমারী,সিংগীমারী,সিন্দুর্না,পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নে নদীর তীরবর্তী ৭হাজার ৭শত পরিবার পানি বন্দি হয়ে পড়েছে । এ ছাড়া পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪ টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বলেন, প্রতিবছরের মতো এবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমাদের পক্ষ থেকে তিস্তাপাড়ের মানুষকে সর্তক করার পাশাপাশি সকলপ্রকার দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।
এই বিভাগের আরও খবর