মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

অভিনয় ছাড়ছেন রজনীকান্ত? যা বলছে নতুন গুঞ্জন


প্রকাশ :

দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত প্রায় পাঁচ দশক ধরে সিনেমায় একের পর এক ব্লকবাস্টার হিট দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন। তবে এবার শোনা যাচ্ছে, দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে যে দক্ষিণের আরেক তারকা কমল হাসানের সঙ্গে একটি নতুন ছবিতে শেষবারের মতো অভিনয় করবেন রজনীকান্ত।

শোনা যাচ্ছে, এই যৌথ প্রজেক্ট শেষ করেই তিনি অভিনয় থেকে অবসর নেবেন। যদিও বিষয়টি নিয়ে রজনীকান্ত বা তার ঘনিষ্ঠ মহল থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

প্রতিবেদন বলছে, নেলসন দিলীপ কুমারের পরিচালনায় রজনীকান্ত ও কমল হাসানের এই ছবির শুটিং শুরু হতে পারে ২০২৭ সালে। পরিচালক বর্তমানে চিত্রনাট্য ও অন্যান্য প্রাক-প্রযোজনার কাজে সময় নিচ্ছেন, যা শেষ করতে প্রায় এক বছর লাগবে।

এদিকে, রজনীকান্ত বর্তমানে ব্যস্ত আছেন জেলার ২ সিনেমার কাজে। এটির পর তিনি সুন্দর সি-এর পরিচালনায় আরেকটি ছবিতে অভিনয় করবেন। সেই প্রকল্প শেষ করেই কমল হাসানের সঙ্গে যুগলবন্দী সিনেমায় যোগ দেবেন তিনি।

ভক্তরা এখন অপেক্ষায়—থালাইভা সত্যিই অবসরের পথে হাঁটছেন, নাকি এটিও রজনীকান্ত-স্টাইলের আরেকটি চমক!