শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

কানাডা ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ঈর্ষণীয়; ট্রাম্পকে শুভেচ্ছা বার্তায় ট্রুডো


প্রকাশ :

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই অভিনন্দন জানান।

ট্রুডো এক্সে লিখেছেন, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বন্ধুত্ব রয়েছে, সেটি অন্যদের জন্য রীতিমত ঈর্ষণীয়। আমি জানি, প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি আমাদের উভয় দেশের জন্য আরও সুযোগ, সমৃদ্ধি এবং নিরাপত্তা তৈরি করতে একসঙ্গে কাজ করব।

সদ্য অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে ১৩২ বছরের রেকর্ড ভেঙে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। আর তার কাছে পরাজিত হন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অভিনন্দন জানিয়েছেন।