শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নিখোঁজের পরদিন সীমান্তে বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধার


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে নিখোঁজের একদিন পর সীমান্তের শূণ্যরেখা হতে বাংলাদেশি নাগরিক আবির হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় বুড়িমারী স্থলবন্দরের শূণ্যরেখা থেকে লাশ উদ্ধার করা হয়। আবির সোমবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিলেন। 

পুলিশ, বিজিবি ও মৃতের পরিবার জানায়, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দা অটোরিক্সা চালক আবির হোসেন। প্রতিদিনের মত সোমবার সকাল সাড়ে ৮ টায় বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে যান। সকাল ১১ টার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। দুপুরে অটোরিক্সাটি বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টের (তল্লাশি চৌকি) পাশে পাওয়া যায়। পরিবারের লোকজনেরা উপজেলার বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে পায়নি। মঙ্গলবার সকালে লোকমুখে খবর পান আবিরের লাশ সীমান্তের প্রধান পিলার ৮৪২ নম্বর ও উপপিলার ২ -এর নিকটবর্তী স্থলবন্দর সড়কের শূণ্যরেখার পাশের নালায় পড়ে আছে। আবির হোসেনের বাবার নাম মৃত আপ্তার উদ্দিন। 

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বুড়িমারী কোম্পানির বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ লাশ উদ্ধার করে। 

এ ব্যাপারে আবির হোসেনের ভাতিজা (বড় ভাইয়ের ছেলে) হৃদয় হোসাইন বলেন, ‘প্রতিদিনের মত চাচা অটোরিক্সা নিয়ে বের হয়ে যায়। সোমবার সকালে তিনি গাড়ি নিয়ে যান। সকাল ১১ টা সাড়ে ১১ টা থেকে তাঁর মোবাইল বন্ধ পাই। তিনি নিখোঁজ হন। সারারাত তাকে খুঁজেও পাইনি। পরদিন/বুধবার বুড়িমারী স্থলবন্দরের সীমান্তে তাঁর লাশ পাই। তিনি সাদাসিদা মানুষ ছিলেন। কিভাবে তাঁর মৃত্যু হলো বলতে পারিনা।’ 

 বিজিবি বুড়িমারী কোম্পানির কমান্ডার বায়রোন আলী বলেন, লাশ পুলিশ নিয়ে গেছে। এটি সীমান্ত সংক্রান্ত মুত্যুর ঘটনা নয়।  

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, ‘উদ্ধারকৃত লাশের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত সুনিদ্দিষ্টভাবে মৃত্যুর কোনো কারণ বলা সম্ভব নয়। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট দেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’