রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী


প্রকাশ :

আজ ১৭ই নভেম্বর এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার মহান নেতা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী।

দিবসটি পালনে টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গণসংগঠনগুলোর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের মাজারে পুষ্পমাল্য অর্পণ, কুরআন খানি, ফাতেহা শরীফ পাঠ, মাজার জিয়ারত, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা, ভক্তিমূলক ও ভাব সংগীত পরিবেশন,

বিশেষ মোনাজাত, তবারক বিতরণ। এই উপলক্ষে মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভাসানী মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বিদেশি সাংবাদিকদের ভাষায় মওলানা ভাসানী ছিলেন Prophet of Violence, Fire Eater, মহান বিপ্লবী, ঘেরাও আন্দোলনের প্রবক্তা, আধ্যাত্মিক গুরু, মুর্শিদ মওলানা।

মওলানা ভাসানী ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধনগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পৃথিবীর বুকে একমাত্র ব্যক্তি যিনি ত্রিদেশীয় রাজনৈতিক নেতা ছিলেন—ব্রিটিশ শাসিত পাক-ভারত, পাকিস্তান ও বাংলাদেশে। মওলানা ভাসানী আসাম কংগ্রেসের সভাপতি, আসাম মুসলিম লীগের সভাপতি, আসাম ও পূর্ব পাকিস্তান পার্লামেন্টের সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগ ও ন্যাশনাল আওয়ামী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও গণসংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন।

তিনি ছিলেন কৃষক আন্দোলনের অগ্রদূত। মওলানা ভাসানী একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বাংলার অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, বৈষম্য ও বঞ্চনার শিকার কৃষক–শ্রমিকের মাথায় লাল টুপি পরিয়ে দিয়ে তাদের সংগ্রামী হিসেবে গড়ে তুলেছিলেন। এরই ফলশ্রুতিতে বাংলার কৃষক, শ্রমিক, জনতা ও তাদের সন্তানরা সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন। পাক–ভারত উপমহাদেশে একমাত্র জননেতা যিনি তার জীবদ্দশায় ৭৩টি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এটি পৃথিবীর ইতিহাসে বিরল।

সর্বোপরি মওলানা ভাসানী ছিলেন ভারতীয় উপমহাদেশের সাম্রাজ্যবাদ–বিরোধী, আধিপত্যবাদ–বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা। শোষক ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদী সংগ্রামের এক অগ্নিপুরুষ। বিবিসি তাকে সর্বকালের অষ্টম শ্রেষ্ঠ বাঙালি হিসেবে আখ্যায়িত করেছিল।