বর্নাঢ্য আয়োজনে লালমনিরহাটে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে কালবেলা লালমনিরহাট জেলা প্রতিনিধি এস, কে সাহেদ এর সভাপতিত্বে লালমনিরহাট এলজিইডি হলরুমে আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি ও লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু বলেন, দৈনিক কালবেলা পত্রিকা স্বল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকদের আস্থা অর্জন করেছে। দেশের মানুষ যখন মানুষ পত্রিকা পড়ায় বিমুখ হয়ে পড়ছিল, তখন দৈনিক কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের জনপ্রিয়তা অর্জন জরেছে। তিনি দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল ইসলাম বলেন, বর্তমান সময়ে সংবাদ সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। নতুন বাংলাদেশ গড়তে নানা আন্দোলন সংগ্রামে দৈনিক কালবেলার সহযোগিতা প্রশংসনীয়। তিনি পত্রিকাটির সাফল্য কামনা করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মজিদ, স্বনাতন ধর্মীয় নেতা সমীর দেব, লালমনিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোকুল রায়, জেলা জামায়াতের জয়েন সেক্রেটারী শাহ আলম। বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোফাখ্খারুল ইসলাম মজনু, সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, মাইটিভির সাংবাদিক মাহফুজ সাজু, জনকণ্ঠের সাংবাদিক মাহফুজ শাহরিয়ার, দেশটিভির জামাল বাদশা, নিউজ টুয়েন্টিফোর রবিউল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে কালবেলা পাটগ্রাম উপজেলা প্রতিনিধি মিঠু মুরাদ, হাতিবান্ধা উপজেলা প্রতিনিধি তমাল কান্তি ও কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি নুরুল ফেরদৌসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।