শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় মাদক সেবন করতে এসে বান্ধবীসহ আটক


প্রকাশ :

লালমনিহাটের হাতীবান্ধায় ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সেবন করতে এসে বান্ধবীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) বিকেলে আটককৃতদের লালমনিরহাট আদালতে পাঠিয়েছেন পুলিশ। এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের বিহারী বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, রংপুরের সর্দ্দার পাড়া কেল্লাবন এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন লিটন (৪৩) ও রংপুর রাধাবল্লভ সেনপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মাইদুল ইসলাম (৩৬)।

জানাগেছে, মঙ্গলবার রাতে রংপুর থেকে হাতীবান্ধা উপজেলার সিংগিমারী সীমান্তে প্রাইভেট কার (যার নম্বর চট্ট মেট্টো-ঘ ১১-১৩৪৩) নিয়ে দুইজন বন্ধবীসহ  ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল মাদক সেবন করেন লিটন ও মাইদুল। এ সময় তাদের হাতে নাতে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকা নিয়ে নারী দুইজনকে তার পরিবার নিকট হস্তান্তর করা হয়। আর পুরুষ দুই জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন্নবী বলেন, যেহেতু নারী দুইজন মাদক সেবন করেনি। তাই তাদেরকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আর অপর দুইজনকে মামলা দিয়ে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।