বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সু-শাসনের জন্য নাগরিক (সুজন) লালমনিরহাট জেলা কমিটি গঠন


প্রকাশ :

ÔÔসচেতন অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ও সংগঠিত জনগণই গণতন্ত্রের রক্ষাকবচÓ এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ শনিবার (৫ এপ্রিল) এলজিইডি হলরুমে সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন-এর জেলা সভাপতি গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানু। মুখ্য আলোচক ছিলেন সুজন জাতীয় কমিটির সমন্বয়ক দিলীপ কুমার সরকার। বক্তব্য রাখেন রংপুর বিভাগের সমন্বয়ক রাজেস দে।

আলোচনা শেষে অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুলকে সভাপতি এবং সাংবাদিক আনিছুর রহমান লাডলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট সুজন লালমনিরহাট জেলা কমিটি গঠন করা হয়। একই সভায় গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানুকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়।