বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মালগাড়া গ্রামে ঈদ সামগ্রী বিতরণ


প্রকাশ :

প্রতি বছরের ন্যায় এ বছরেও রমজান মাসের শেষার্ধে অলিউদ্দিন মেহেরুন ফাউন্ডেশন ও আল ইমান ইন্সটিটিউট এর যৌথ উদ্যোগে  গত ২৮ মার্চ সকালে জেলার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মালগাড়া গ্রাম সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অলিউদ্দিন মেহেরুন ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান  অধ্যক্ষ ড, মনওয়ারুল ইসলাম, সদস্য সহকারী অধ্যাপক বদরুল ইসলাম, অধ্যক্ষ কামরুল ইসলাম কাজল,সদস্য  সচিব প্রভাষক রবিউল ইসলাম  রিবু ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,লবণ,  তেল,চিনি, সেমাই,  দুধের প্যাকেট ও ২টি সাবান। এটি ছিল এলাকাবাসীদের জন্য সামান্যতম ঈদ উপহার।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতা হেতু অলি উদ্দিন মেহেরুন ফাউন্ডেশনের চেয়ারম্যান গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু  উপস্থিত থাকতে পারেননি।