প্রতি বছরের ন্যায় এ বছরেও গত ২৮ মার্চ কালিগঞ্জ উপজেলার গোড়ল ফকিরটারি গ্রামে হযরত বুড়াপীর (রহ:)মাযার প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুড়াপীর( রহ:) মসজিদ, মাযার ও মাদ্রাসা কমিটি এবং স্থানীয় স্টার ব্রিকস কর্তৃপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রতিষ্ঠানসমূহের সভাপতি গেরিল লিডার শফিকুল ইসলাম কানু, অধ্যক্ষ ড, মনওয়ারুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, স্টার ব্রিকস এর অন্যতম অংশীদার রশিদুল ইসলাম ক্যাপ্টেন,স্থানীয় সমাজসেবী আইয়ুব আলী, নুরুন্নবী, মাদ্রাসা শিক্ষার্থীসহ তিন শতাধিক স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
মুনাজাত পরিচালনা করেন বুড়া পীর (রহ:) মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম মোস্তফা।