মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটে ঢেকে রাখা মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের দাবি জানিয়েছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা সদস্য সচিব হামিদুর রহমান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, “উক্ত মুরালে শেখ মুজিবুর রহমানকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে, যা ইতিহাস বিকৃতি এবং ফ্যাসিবাদের ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা।” তিনি আরও জানান, ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ জেলা প্রশাসন মুরালটি ঢেকে রেখে অনুষ্ঠান পরিচালনা করে। তবে প্রশাসনের নির্দেশ ছিল শুধুমাত্র বিতর্কিত অংশ ঢেকে রাখা, কিন্তু পুরো মুরাল ঢেকে দেওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে যদি বঙ্গবন্ধুর ছবি অপসারণ করা না হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তা অপসারণ করা হবে।” সংবাদ সম্মেলনে সংগঠনের সারোয়ার হাবিব ধ্রুব, হাবিবুর রহমান হিমেল ও সায়েম আদনান অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় নাগরিক পার্টি অভিযোগ করেছে যে মহান স্বাধীনতা দিবসে স্মৃতিস্মারকটি ঢেকে রাখার মাধ্যমে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অবমাননা করা হয়েছে। পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে এ ঘটনার নিন্দা জানান। তিনি মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের স্মৃতিকে অপমানকারীদের শাস্তি এবং চাকরি থেকে বরখাস্তের দাবি জানান।
উল্লেখ্য, ঢাকা-বুড়িমারী মহাসড়কের লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন স্থানে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারকটি পাথরের টাইলসে খোদাই করা হয়েছে, যেখানে বায়ান্নর ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার, গণহত্যা, বিজয়, সাত বীরশ্রেষ্ঠের স্মৃতি, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণসহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
স্বাধীনতা দিবসে স্মৃতিস্মারকটি ঢেকে রাখার ঘটনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক, সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা তীব্র প্রতিক্রিয়া জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাপড় সরিয়ে নেওয়া হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এরিয়া কো-অর্ডিনেটর মোরশেদ আলম স্বাক্ষরিত এক প্রতিবাদ বিজ্ঞপ্তি স্থানীয় সংবাদমাধ্যমে সরবরাহ করা হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।