“দেশপ্রেম ইমানের অঙ্গ”। “ দেশের এই ক্রান্তিকালে, দুর্নীতি নির্মূল করতে, দেশের জনগনের যান মালের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, বাজার মূল্য নিয়ন্ত্রন, রাজনৈতিক দুর্বৃত্ত, সকল পর্যায়ের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী,ব্যাংক ডাকাত, কর প্রতারক ব্যবসায়ী ও পেশাজীবী, মামলাবাজ দুষ্কৃতিকারী, নিয়োগ বাণিজ্যের নিয়োজিত হারামখোর, জোচ্ছোর অমুক্তিযোদ্ধাদের প্রতিহত করতে সর্বোপরি গণতান্ত্রিক, মানবিক ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিজেদেরকে নিয়োজিত করুন।
তাই, রাজনৈতিক প্রভাব মুক্ত, সৎ, নির্মোহ, সাহসী, নিবেদিত প্রাণ, দেশপ্রেমিকদের দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটিতে যোগদান করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে আমন্ত্রণ পত্র পাঠাতে এবং আমাদের সাথে নিঃশর্তভাবে কাজ করতে নীচের ইমেইলসমুহে, মোবাইল, হোয়াটসঅ্যাপ নাম্বার ২টিতে দুর্নীতির সঠিক তথ্য, পাসপোর্ট সাইজের ছবি ও বায়োডাটা প্রেরণের আহ্ববান জানানো যাচ্ছে।
ধন্যবাদান্তে, সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাধারন সম্পাদক. কেন্দ্রীয় কমিটি ও জাতীয় মুখপত্র। মোবাইল ও হোয়াটসঅ্যাপ -০১৭১১৫২৫৪৫৭ । ই মোইল- [email protected], [email protected] , https://acncc.info এবং গেরিলা লিডার এস, এম শফিকুল ইসলাম কানু। যুগ্ম আহ্বায়ক, ঢাকা উত্তর সিটি। সমন্বয়ক, রংপুর বিভাগ, রংপুর। মোবাইল নাম্বার ও হোয়াটসঅ্যাপ - ০১৭১৫০৩৬৮৫২। ই- মেইল [email protected]