বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত


প্রকাশ :

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এরপর, জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুলিশ কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার, জেলা প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ জেলার বিভিন্ন স্তরের নাগরিকরা।