গতকাল ২৫শে মার্চ সেই বিভীষিকাময় কালরাত্রী। ১৯৭১ সালের এইদিনের শেষে ঢাকার মানুষ যখন গভীর নিদ্রায়, তখন পাকিস্তানী হানাদারবাহিনী ঝাপিয়ে পড়ে নিরাপরাধ নিরস্ত্র সাধারণ মানুষের উপর। অত্যাধিক মারণাস্ত্র নিয়ে তারা নির্বিচারে গণহত্যা চালায় বিভিন্ন স্থানে।
বাঙ্গালী জাতির ইতিহাসে বেদনাবিধুর কালরাত্রীর গণহত্যায় সকল শহিদসহ ২০২৪ জুলাই অভ্যুত্থানে শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে 'সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম' সন্ধ্যা সাড়ে ৭টায় লালমনিরহাট রেলওয়ে গণকরে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে। এসময়ে সেখানে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি দীপক মন্ডল, সাধারণ সম্পাদক সূফী মোহাম্মদ, দপ্তর সম্পাদক রিয়াজুল হক সরকার, রতনাই থিয়েটারের সাধারণ সম্পাদক সিনিয়র নাট্যশিল্পী শামীম আহমেদ, মন্দিরার সাধারণ সম্পাদক যন্ত্রশিল্পী প্রদীপ রায়, গ্রামবাংলা বাউল শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক আনছাল আহমেদ জিসান সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মী ও সংগঠক।