বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঈদে যানজট নিরসনে ব্যতিক্রম উদ্যেগ


প্রকাশ :

আসন্ন ঈদে যানজট নিরসন ও জনসাধারণের চলাচল সহজ করতে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের ব্যস্ততম সড়ক এবং সড়কের মোড় গুলোতে ২৫ জন স্বেচ্ছাসেবক সহযোগী ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এতে শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করায় কমে গেছে যানজট। হাটবাজারে আসা লোকজনেরা সহজে চলাচল করতে পেরে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। 

স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মতে, বিভাগীয় ও জেলা সদর থেকে সবচেয়ে বেশি দূরত্বের এই উপজেলার ১ পৌরসভা এবং ৮ ইউনিয়নের বাসিন্দারা পোষাক-পরিচ্ছদ, জুতো, স্যান্ডেল, কসমেটিকস ও বিভিন্ন খাদ্যসামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় এ বাজারটির উপরই নির্ভরশীল। উপজেলা ও পৌর শহরের ব্যস্ততম একমাত্র রসুলগঞ্জ এ হাটবাজারটিতে ঈদ উপলক্ষে মানুষের চলাচলের চাপ বেড়ে যায় কয়েকগুণ। প্রতিদিন সকাল থেকে রাতে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ মিলে গড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনসাধারণের চাপ সামলানো কঠিন হয়ে দাঁড়ায়। 

শহরের পূর্ব দিকের ধরলা সেতু মোড় হতে পশ্চিম চৌরঙ্গী মোড়, রেলগেট, বাইপাস মোড়, দক্ষিণে রেলস্টেশন সড়ক, পুরাতন কাঁচা বাজার সড়ক, তেঁতুল তলা সড়ক থেকে পৌরসভা মোড়, সার ও বীজ বাজার সড়ক থেকে থানা মোড় সড়কে থ্রি হুইলার, অটোরিকশা সর্বাধিক চলাচল করায় উপজেলার ট্রাফিক বিভাগ ঈদে এ চাপ মোকাবেলায় বেশ হিমশিম খায়। শৃঙ্খলা না মেনে যেখানে সেখানে এসব গাড়ি দাঁড়িয়ে থাকায় দীর্ঘ সময় তীব্র যানজট লেগে থাকে। এতে হাটবাজারে আসা গ্রাহকেরা পড়েন চরম ভোগান্তিতে। স্থানীয় জনসাধারণের ভোগান্তি রোধে পাটগ্রাম পৌর বিএনপির উদ্যোগে এই স্বেচ্ছাসেবী সহযোগী ট্রাফিক টিম গঠন করা হয়। স্বেচ্ছাশ্রম দিতে আগ্রহী পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ২৫ জন নেতাকর্মীদের নিয়ে এ টিম করা হয়। 

পাটগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ব্যবসা শাখা প্রথমবর্ষের শিক্ষার্থী স্বেচ্ছাসেবী সহযোগী ট্রাফিক আলিফ হোসেন বলেন, ‘যানজট নিরসনে কাজ করতে ভালো লাগছে। বাজারে আসা লোকজনেরা জ্যামে পড়ছে না। ভালোভাবে চলাচল করছে। মানুষের ভালোর জন্য কাজ করে ভালোই লাগছে। অনেকে আমাদেরকে ধন্যবাদ দিচ্ছে।’    

পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, ‘মানুষ যানজটের কারণে চলাফেরা, বাজার করায় ব্যাঘাতের সৃষ্টি হচ্ছে। এ কারণে পৌর বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাটগ্রামের যানজট নিরসনের জন্য আগামী ঈদ পর্যন্ত এ স্বেচ্ছাসেবী টিম কাজ করবে। পৌর বিএনপির উদ্যোগে তীব্র যানজট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

পাটগ্রাম পৌরসভার ৩ নং ওয়ার্ডের সোহাগপুর এলাকার বাসিন্দা সেলিনা  বেগম (৩৫) বলেন, ‘স্বেচ্ছাসেবীরা কাজ করছে। এতে যানজট কমেছে। কয়েকদিন আগে তো সড়ক দিয়ে চলাচল করা যেতনা। রিক্সা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হত।’ ১ নং ওয়ার্ডের বেংকান্দা এলাকার সাজু ইসলাম (৪০) বলেন, ‘ট্রাফিকের পাশাপাশি প্রখর রোদে স্বেচ্ছাসেবী ভাইয়েরা কাজ করায় সবার জন্য ভালো হয়েছে। না হলে জ্যামে হাটাচলা করা কঠিন হতো।’   

পাটগ্রাম ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জিয়াউর রহমান জিয়া বলেন, ‘ঈদে উপজেলা শহরের হাটবাজারের বিপনী-বিতান, অন্যান্য দোকান, সড়ক ও মোড় গুলোতে যানজট বেড়ে যায়। এতে ক্রেতা ও স্থানীয় লোকজনেরা সমস্যায় পড়েন। যানজট নিরসনে ট্রাফিক বিভাগের সাথে স্বেচ্ছাসেবী টিম কাজ করছে। এটি ভালো উদ্যোগ। এতে যানজট নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমেছে।