মাত্র ৫হাজার টাকা বেতন, তাও তিন মাস থেকে বন্ধ। ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাটে কর্মরত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৯৮৫জন শিক্ষক বকেয়া বেতনের দাবীতে রাজপথে নেমেছে।
রোববার দুপুরে তারা জেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে শহরের মিশন মোড় এলাকায় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। এসব কর্মসূচীতে জেলার ৫উপজেলায় কর্মরত ৫শতাধিক শিক্ষক শিক্ষিকাবৃন্দ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তাগণ বলেন, তিন মাস ধরে বেতন বন্ধ রেখে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি আউটসোর্সিং' এ দেওয়ার পায়তারা করা হচ্ছে। এতে আমরা চাকরি হারানোর সঙ্কায় আছি। তারা প্রকল্পটি আউটসোর্সিংয়ে না দেওয়া এবং ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবী জানান।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, লালমনিরহাট জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর, সদর উপজেলা সভাপতি মোস্তাফিজার রহমান, আদিতমারী উপজেলা সভাপতি আতাউর রহমান, কালিগঞ্জ উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, হাতিবান্ধা উপজেলা সভাপতি আব্দুস সামাদ, পাটগ্রাম উপজেলা সভাপতি ইয়াকুব প্রধান প্রমূখ।