বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গাজীপুরে ৩ গার্মেন্টস বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ


প্রকাশ :

গাজীপুরের কোনাবাড়ীতে আলিফ গ্রুপের তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে শ্রমিকরা কারখানার গেটে এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। পরে তারা কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন।

বন্ধ কারখানাগুলো হলোস্বাধীন গার্মেন্টস লিমিটেড, স্বাধীন ডাইং লিমিটেড স্বাধীন প্রিন্টিং লিমিটেড। 

শিল্প পুলিশ শ্রমিকেরা জানান, স্বাধীন গার্মেন্টসের শ্রমিকেরা বেশ কিছুদিন ধরেই ঈদ বোনাস, ছুটির টাকা চলতি মাসের অর্ধেক বেতন দেওয়ার দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। অবস্থায় গতকাল বুধবার সকাল থেকে আট শতাধিক শ্রমিক কর্মবিরতি শুরু করেন। আজ সকালে মালিকপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে একটি নোটিশ দিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি নজরুল ইসলাম বলেন, শ্রমিকেরা কিছুদিন ধরেই তাদের পাওনাদির জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো সমাধান না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কারণে শ্রমিকেরা আরও ক্ষুব্ধ। তারা কারখানার মূল ফটক ভেতরে অবস্থান করছেন।